কলকাতা

ভুয়ো ছবি ছড়িয়ে রাজ্যে অশান্তি বাড়ানোর চেষ্টা বিজেপির, ফেসবুক পোস্টে প্রতিবাদ তৃণমূলের

BJP trying to spread fake pictures to spread unrest in the state, Trinamool protests in Facebook post

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলায় সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। সুতি ও ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে রাজ্যে।

বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, মুর্শিদাবাদে ভয়াবহ অশান্তি চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ছবিগুলোর সঙ্গে মুর্শিদাবাদের কোনও সম্পর্ক নেই। তারা পালটা দাবি করে জানিয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে অন্য রাজ্যের পুরনো ছবিগুলো ব্যবহার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে।

তৃণমূল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সেইসব ছবির সত্যতা তুলে ধরে লেখে, “দেখুন কীভাবে বিজেপি বাংলাকে বদনাম করতে অন্য রাজ্যের ছবি ব্যবহার করছে। এদের মিথ্যাচারের মুখোশ খুলে দিন।”

তৃণমূলের দাবি অনুযায়ী, যেসব ছবি ছড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের সিএএ আন্দোলনের ছবি, লখনউতে এনআরসি-বিরোধী বিক্ষোভ, কর্ণাটক ও ম্যাঙ্গালোরের পুরনো ঘটনার ছবি।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এক সাংবাদিক সম্মেলনে বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাদের পোস্ট করা ছবিগুলি যাচাই করে দেখা গেছে, সেগুলো অন্য রাজ্যের, মুর্শিদাবাদের নয়।”

তিনি আরও অভিযোগ করেন, বিএসএফের কিছু সদস্যের সহায়তায় বহিরাগত দুষ্কৃতীরা রাজ্যে ঢুকিয়ে এই অশান্তি ছড়ানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোলমালের সময় যাদের দেখা গেছে, তারা স্থানীয় কেউ নন।

তৃণমূলের বক্তব্য, বিজেপি পরিকল্পনা করে বাইরে থেকে লোক এনে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চাইছে। গোয়েন্দা সূত্রও জানিয়েছে, মুর্শিদাবাদের হিংসায় বহিরাগত শক্তির যোগ থাকতে পারে।

এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছে তৃণমূল। একইসঙ্গে ভুয়ো ছবি ও খবর যাচাই করে তবেই বিশ্বাস করার অনুরোধ জানিয়েছে তারা।

Related Articles