
Truth Of Bengal: বাইক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু। সোমবার এমনই ঘটনা ঘটেছে নিউটাউনের ইকো পার্কের সামনে। জানা যাচ্ছে, ইকোপার্কের দিক থেকে প্যাচার মোড়ের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, দ্রুত গতিতে যাওয়ার সময় বুঝতে না পেরে ডিভাইডারে ধাক্কা মারে ওই মহিলা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তরুণীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।