কলকাতা

প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী

Bikash Sinha Passed Away

The Truth of Bengal, Subhayan Roy: বিজ্ঞান জগতে শোকের ছাঁয়া। প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিশিষ্ট পদার্থ বিজ্ঞানীর মৃত্যু শোকস্তব্ধ বিজ্ঞানমহল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে পরিস্থিতি কোনওরকম উন্নত হয়নি। আজ সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর মিন্টো পার্কের বাড়িতে দেহ নিয়ে আসা হয়। প্রবীন এই বিজ্ঞানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইট্যারে তিনি লেখেন, আচমকা বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহার মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমরা তাঁকে ২০২২ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘বঙ্গ বিভূষণ’ এবং ২০২২ সালেই ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ প্রদান করে তাঁকে সম্মানিত করেছিলাম। মঞ্চে তাঁর ব্যক্তিগত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

Related Articles