কলকাতা

দোল পূর্ণিমার আবহাওয়ার বড় আপডেট

Big update on Dol Purnima weather

Truth Of Bengal : কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় নেই বৃষ্টির কোন পূর্বাভাস। দক্ষিণের জেলাগুলিতে বাড়বে গরম। রবিবারের তুলনায় সোমবার কিছুটা বেড়েছে তাপমাত্রা। আগামী দিনে দক্ষিণের জেলাগুলিরতে বাড়বে গরম। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই গোটা রাজ্যজুড়ে পালিত হবে বসন্ত উৎসব। আকাশে বাতাসে এখন থেকেই লেগে গেছে বসন্তের ছোঁয়া, আর এই পরিস্থিতিতে কেমন থাকবে আবহাওয়া? রাতের দিকে শহর ও দক্ষিণের জেলাগুলিতে হালকা শীত ভাব অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই শীতের আমেজ ক্রমশ হ্রাস পাচ্ছে। বেলা বাড়তেই ঝলসানি রোদের দাপটে শরীর রীতিমত অস্থির করছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি মাসে শেষের দিকে বঙ্গের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আলিপুর আবহাওয়া দফতরের মতে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০ ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল ছিল রবিবার, সেই দিন শহরের তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে কম ১.৬ ডিগ্রি সেলসিয়াস তবে রবিবারের তুলনায় সোমবার শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল গত ২ দিনে দক্ষিণ এবং শহরের তাপমাত্রা খানিকটা হ্রাস পেলেও আগামী কয়েক দিনে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। আর সেই মতো সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা গেল শহর সহ দক্ষিণের জেলাগুলিতে।

তবে দক্ষিণের তাপমাত্রা বৃদ্ধি পেলেও, বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা উত্তরবঙ্গে। বিগত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles