কলকাতা

মঙ্গলবার থেকে আবহাওয়ার বড়সড় রদবদল, মৃদু শীতের দেখা রাজ্যজুড়ে

Big change in weather from Tuesday, mild winter seen across the state

Truth Of Bengal : ফেব্রুয়ারি মাস পড়তেই উষ্ণতার ছোঁয়া বঙ্গ জুড়ে। সদ্য পেরিয়েছে বাগ দেবীর আরাধনা। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল সরস্বতী পুজোর দিন চড়বে তাপমাত্রার পারদ। আর ঠিক তেমনটাই হয়েছে। সকলেই জানতো শীত আর ফিরছে না, সোয়েটার, চাদরও আলমারিতে ভরতে শুরু করে দিয়েছিল সকলে, তবে একি! ফের হাওয়া বদল, মঙ্গলবার ভোর থেকেই বেশ ঠান্ডার আমেজ অনুভূত হল বঙ্গে।

চলতি বছর সরস্বতী পুজো ছিল দুদিন। রবি ও সোমবার মিলে রাজ্যজুড়ে পালিত হয়েছে বাগদেবীর আরাধনা। এই দুদিন কলকাতার শহরের পাশাপাশি সংলগ্ন এলাকায় ঠান্ডা বলতে কিছুই ছিল না। তবে পুজো কাটতে না কাটতেই ফের একবার হাজির হল শীত। সেইভাবে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও হালকা শিরশিরানি অনুভব করা যাচ্ছে সকাল থেকেই। কেবল কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নেমেছে তাপমাত্রার পারদ।

এক ঝটকায় ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নেমেছে কলকাতায়। এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রী সেলসিয়া। যেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রী সেলসিয়াস। এই মৃদু শীতের আবির্ভাব হঠাৎ শেষ বেলায় কেন হল? আসলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটতেই এই মৃদু শীতের আবির্ভাব। তবে এই হালকা শীতের আমেজের স্থায়িত্ব খুব একটা বেশিদিন থাকবে না। আগামী ৪৮ ঘন্টা পরেই ফের হাওয়া বদল এর সম্ভাবনা । চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে আবারও ২ – ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

Related Articles