কলকাতা
Big Breaking : সাত সকালে মহিলার মৃতদেহ উদ্ধার বিগ্রেড গ্রাউন্ডে, তদন্তে কলকাতা পুলিশ, চাঞ্চল্য এলাকায় ,
Big Breaking: Woman's dead body was found in the big ground in the morning, Calcutta Police, Chanchalya area, under investigation.

The Truth Of Bengal : সাত সকালে বড় খবর। বিগ্রেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ নজরদারি চালানো হলেও দেহ কোনোভাবেই নজরে আসেনি। তবে আজ সকাল হতেই বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে এক মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তবে কি করে এই মধ্য বয়সী মহিলার দেহ এখানে এল তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। নাম ও পরিচয় জানার পাশাপাশি দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেলে মৃত্যুর কারন স্পষ্ট হবে বলে জানাচ্ছেন পুলিশ।