কলকাতা
Trending

Big Breaking:অফিস টাইমে মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা

Big Breaking: Bus accident at Maulali intersection during office hours

The Truth Of Bengal: অফিস টাইমে মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। দরজা থেকে ছিটকে গেল ৫ যাত্রী। হাওড়া শিয়ালদা রুটে দুর্ঘটনা। শিয়ালদা থেকে মৌলালি যাওয়ার পথে মোড় ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

accident

আহত ৬ যাত্রী এনআরএস হাসপাতালে ভর্তি।রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বাসটিতে যে কারণে দরজা খুলে গিয়ে রাস্তায় ছিটকে পরে বাস যাত্রীরা। বাসটির অর্ধেক জানলার কাঁচ নেই।

কিভাবে এই বাস যাত্রী পরিষেবা দিয়ে আসছিল তা নিয়ে উঠছে প্রশ্ন? বাস সহ বাস চালক ও কন্টাক্টর কে আটক করেছে এন্টালি থানার পুলিশ। বাসটির ফিট সার্টিফিকেট আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ,  অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে ২৪এ/১ রুটের একটি বাস হাওড়া থেকে মুকুন্দপুরের দিকে যাচ্ছিল। বাসটির পিছনের দরজাটি খোলা ছিল। সামনেরটি ছিল বন্ধ। মৌলালিতে ঘটে অঘটন। আচমকা সামনের বন্ধ দরজাটি ভেঙে পড়ে যায় রাস্তায়। দ্রুতগতিতে ছিল বাসটি। ফলে ৬ যাত্রী ছিটকে পড়ে যান রাস্তায়। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা ছুটে যান।

                                                                                                                  প্রসঙ্গত, কখনও গতির জের, কখনও রেষারেষি, প্রায়ই বাসের কারণে বিপদের মুখে পড়েন যাত্রীরা। একের পর এক এহেন ঘটনায় বাসে চড়তেই আতঙ্কে ভুগছেন সাধারন মানুষ ।

Related Articles