কলকাতা

প্রোমোটার মারধরের ঘটনায় বিস্ফোরক সব্যসাচী দত্ত, আতঙ্কে প্রোমোটার

Bidhannagar Municipal Corporation Chairman share his Explosive speech for beaten promoter of Bidhannagar

Truth of Bengal: তোলা না দেওয়ায় বাগুইআটির এক প্রমোটারকে মারধরের ঘটনায় উত্তাল হয়ে গিয়েছিল কোলকাতার বিধাননগর । এই ঘটনার ১১ দিন পার হয়ে গেলেও  বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনও ধরতে পারেনি পুলিশ। অনেক তদন্তের পরেও পুলিশ ধরতে পারেনি তাকে।পুলিশ সূত্রে খবর আসে  এফআইআর-এ মোট  ২০ জনের নাম রয়েছে তার মধ্যে মাত্র ২ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন নিগৃহীত প্রোমোটার। তার মন্তব্য তোলাবাজি, খুনের চেষ্টার তো নির্দিষ্ট  ধারা আছে তা সত্ত্বেও কেন গ্রেফতার করছে না পুলিশ? পুলিশ এই ঘটনার তদন্ত করছে  উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দিঘা পর্যন্ত , আর তার সাথেই কাউন্সিলরের খোঁজেও তল্লাশি চালিয়েছে পুলিশ।কিন্তু লাভের লাভ  কিচ্ছু হয়নি। আর  এবার এই বিষয়  নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি মন্তব্য করেন , ‘সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই।’

সব্যসাচী আরও বলেন, “গ্রাম বাংলায় একটা চলতি কথা রয়েছে, বিয়ের প্রথম রাতেই বিড়াল মেরে দিতে হয়। প্রথম দিনই রুখে দাঁড়ানোর দরকার  ছিল। তাহলে কোনোভাবেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না। আর হতে হলেও ওঁর ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পর ওঁকে টাকাটা দিতে হত না। এখন টাকাও গেল, রক্তও গেল। সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই। ”

অপরদিকে সমগ্র বিষয় নিয়ে আতঙ্কিত প্রমোটার। তিনি বলেন, “সব্যসাচী দত্তের কথায় আমার জীবনটাও যাবে। আমি এখন  ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছি। মাননীয় মুখ্য়মন্ত্রীর দিকে তাকিয়ে আছি আমি। যদি মরতে হয় মরব। আগের যে আইসি ছিলেন তিনি বলেছিলেন, কাউন্সিলরের সঙ্গে বসে যাও। বসে ব্যাপারটা মিটিয়ে নাও। আমি কিছু করতে পারব না, কোনও এফআইআর নিতে পারব না। ১১ দিন যে পালিয়ে থাকতে পারে, সে কত বড় প্রভাবশালী।”

Related Articles