কলকাতা
Trending

Big Breaking: অপেক্ষার প্রহর শেষ কয়েক ঘণ্টার মধ্যে, স্বস্তির বারিপাত বঙ্গে

Big Breaking: In the final few hours of the wait, a wave of relief poured in

The Truth Of Bengal : বৃষ্টির জন্য চাতকের অপেক্ষা শেষ হতে চলেছে বঙ্গবাসীর। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে। উত্তাল হতে পারে সমুদ্র। সেই জন্য মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য উপকূল এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

তাপপ্রবাহের এই লম্বা স্পেল শেষ হচ্ছে রবিবার। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে। দহনজ্বালা থেকে মুক্তি পাবে রাজ্যের মানুষ। গত কয়েক দশকে তাপপ্রবাহের এমন দীর্ঘ ইনিংস দেখেনি বাংলা। জ্বলেপুড়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। অবশেষ সেই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles