পথশ্রী প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ বাংলার অর্থ বাজেটে
Bengal's budget allocates 1500 crore taka for Pathashree project

Truth Of Bengal: বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ অর্থ বাজেট। ২০২৬ সালে যে অর্থ বাজেট পেশ হবে তা ভোট অন অ্যাকাউন্ট। এবারের অর্থ বাজেটকে জনমুখী বাজেটের রূপ দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী আর্থিক বছরের বাজেটে সাধারণ মানুষের সুবিধা থেকে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা সবই রয়েছে। বাংলার পরিকাঠামো গঠনেও বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থ বাজেটে। রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের জন্য পথশ্রী প্রকল্প আগেই চালু করেছিল সরকার। এই প্রকল্পে রাজ্যের বহু রাস্তা ইতিমধ্যেই নির্মাণ করা ও সংস্কার করার কাজ হয়েছে। এই প্রকল্পের আরও অর্থ বরাদ্দ বাড়লো বাজেটে।
এর ফলে আরও নতুন নতুন রাস্তা নির্মাণ হতে চলেছে বাংলায়। এর জেরে বহু গ্রামীণ এলাকায় আরও নতুন রাস্তা নির্মাণ হতে চলেছে। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও সচল করার লক্ষ্য রাজ্যের। পরিবহন ব্যবস্থা যাতে সহজে চালু হতে পারে তার জন্য রাস্তা নির্মাণের উপর বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। তার প্রতিফলন ঘটেছে এবারের অর্থ বাজেটে। পদশ্রী প্রকল্পে আরও অর্থ বরাদ্দ বেড়েছে।