সমাজ কল্যাণে নিঃশব্দ বিপ্লবের বার্তা মুখ্যমন্ত্রীর, বিকল্প অর্থনীতি বিকেন্দ্রীকৃত পথে সমাজের উন্নয়ন…
Bengal's alternative economy is reducing unemployment.

The Truth Of Bengal: বাংলার বিকল্প অর্থনীতির মাধ্যমে কমছে বেকারত্ব। দারিদ্রতার গ্রাফ যেমন নিম্নগামী হচ্ছে তেমনই বেরোজগারির জ্বালাও হ্রাস পাচ্ছে। রাজ্যের বাজেটে একথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে নগদের জোগান বাড়ানোর ফলে চাঙ্গা হচ্ছে বাজার। মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।
চলতিবছরের বাজেট পেশের অনুষ্ঠানে সমাজ কল্যাণে নিঃশব্দ বিপ্লবের বার্তা ছড়িয়ে দেওয়ার কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।কিভাবে বিকল্প অর্থনীতি বিকেন্দ্রীকৃত পথে সমাজের পিছিয়ে পড়া শ্রেণি থেকে নারীসমাজ,যুব থেকে কৃষক-শ্রমিক সবার সুরক্ষা বলয় তৈরি করেছে তাও প্রশাসনিক প্রধানের কথায় স্পষ্ট হয়।কেন বাংলার সিঙ্গল ইঞ্জিন মডেল এগিয়ে রয়েছে ডবল ইঞ্জিনের থেকে তার পরিসংখ্যানও দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
- ২০১০-১১ অর্থবর্ষে জিডিপি ছিল ৪,৬০,৯৫৯কোটি টাকা
- ২০২৩-২৪ অর্থবর্ষে ১৭,০০,৯৩৯ কোটি টাকা
- চলতি বর্ষে তৃতীয় ত্রৈমাসিকে দেশে বেকারত্বের হার ৯.০৫ শতাংশ
- পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কমেছে প্রায় ৩শতাংশ
একশদিনের কাজের টাকা না পেলেও বিকল্প পথে কাজ দেওয়া হচ্ছে।২০২৩-২৪ অর্থবর্ষে ৪৩ লক্ষ জবকার্ড হোল্ডারের জন্য ১১কোটি কর্মদিবস তৈরি করা হয়েছে। চলতি বছরে ৬৪কোটি জবকার্ড হোল্ডারের জন্য ২৮কোটি কর্মদিবস সৃষ্টি করা হয়েছে।স্বনির্ভরতা,বেশি শ্রমিককে নিয়ে কাজ করার শিল্প ক্ষেত্র তৈরি করা বা মহিলাদের হাতে নগদের অঙ্ক বাড়িয়ে বাংলা যে বিকল্পের দিশা দেখাচ্ছে তা অর্থনীতিবিদদের একাংশ মেনে নিচ্ছেন।