কলকাতা

পয়লা দিবসে উচ্ছ্বসিত বাঙালি, ঐক্যের বার্তা দিয়ে শুভেচ্ছা অভিষেকের

Bengalis excited on First Day, Abhishek sends greetings

Truth Of Bengal: বাঙালি গোটা বছরে প্রয়োজনে-অপ্রয়োজনে যে ভাষায় ব্যবহার করুক না কেন, বাংলা শব্দ ও বাংলার ঐতিহ্যের ওপর অগাধ শ্রদ্ধা ও ভালবাসা চিরন্তন। বাংলার নববর্ষের দিনে বাঙালির দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায়। মঙ্গলবার বাঙালির সেই পয়লা বৈশাখ। চারিদিকে বইছে খুশির হাওয়া। বাঙালির এই খুশির দিনে নিজের এক্স হ্যান্ডেলে সকলকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরা যেমন বাংলা নববর্ষকে স্বাগত জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই -আশায়, সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায়। যারা আমাদেরকে ঘৃণা ও ধর্মীয় মেরুকরণ দিয়ে বিভক্ত করতে চায় তাদের প্রতিরোধ করার শক্তি খুঁজে বের করা যাক। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।”

Related Articles