কলকাতা

lok sabha election 2024: গনতান্ত্রিক অধিকার প্রয়োগে অনীহা কেন? কমিশনের নজরে কম ভোটের বুথ, তালিকায় নেই বাংলা

lok sabha election 2024: Bengali is not in the list of booths with low votes in the commission's

The Truth of Bengal: দেশের সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। প্রত্যেক ভোটার ভোট দিতে বুথে যান। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটদানে ভোটারদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে কমিশন। তারপরেও দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বহু বুথে ভোটের হার খুব কম। এমন বুথের হদিশ মিলেছে যেখানে ১০ শতাংশের কম ভোট পড়েছে। আবার ৫৫ শতাংশের কম ভোট পড়ে এমন বুথ গোটা দেশে প্রচুর। গত লোকসভা নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের নিরিখে এই তথ্য সংগ্রহ করেছে কমিশন।

আর তারপর ওই বুথ গুলোর ওপর বিশেষ নজর দিয়েছে কমিশন। ভোটারদের বুথমুখি করতে কমিশনের বিশেষ উদ্যোগ। ভোটের হার বাড়াতে কমিশনের উদ্যোগে কনফারেন্স।প্রথমবার এই ধরনের উদ্যোগ জাতীয় নির্বাচন কমিশনের। বাছাইকরা জেলার কম ভোট পরা বুথে বিশেষ নজর। ৫৫ শতাংশের কম ভোট পরা বুথে বিশেষ নজর। মিউনিসিপ্যাল কমিশনার ও শিক্ষা অফিসারদের নিয়ে কনফারেন্স। ভোটারদের উপস্থিতি বাড়ানোর ওপর জোর কমিশনের।

এই তালিকায় রয়েছে দেশের একাধিক রাজ্য। জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থানের মত রাজ্যে এমন অনেক বুথ আছে যেখানে ভোটের হার খুব কম। সেই সব জেলাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করেছে কমিশন। এইসব জেলার আধিকারিকদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার। কিভাবে ভোটারদের বুথে নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই তালিকায় নেই বাংলার কোন জেলা।

Related Articles