নভেম্বরেই জাঁকিয়ে বসবে শীত! কী বলছে হাওয়া অফিস?
এই পর্যন্ত কলকাতায় মরসুমের শীতলতম দিন ছিল বুধবার। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে।
Truth Of Bengal: বঙ্গে সরকারিভাবে শীতের প্রবেশ হয়নি এখনও। তবে রাতে এবং ভোরের দিকে কনকনে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসতে আর দেরি নেই। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বদলাতে শুরু করেছিল আবহাওয়া। আর দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিই শহরের তাপমাত্রা নেমে গেল ১৭ ডিগ্রিতে। এই পর্যন্ত কলকাতায় মরসুমের শীতলতম দিন ছিল বুধবার। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে।
হাওয়া অফিসজানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। তবে তার প্রভাবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ রাজ্যে। এদিকে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল হয়েছে অনেকটাই। ভোরবেলা ও রাতের দিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ফ্যান চালিয়ে ঘুমনোর মতো পরিস্থিতি আর নেই। জেলার দিকে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির আশেপাশে। দক্ষিণের জেলাগুলিতে ভোরের দিকে প্রায় সর্বত্রইপথঘাট ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। যদিও বেলা বাড়তেই ফের অনুভূত হচ্ছে গরম, বাড়ছে আদ্রর্তাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।






