রাজ্য মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য হচ্ছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়
Basudev Banerjee may take new charge member of SHC

The Truth of Bengal: রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কমিশনের প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছে নপরাজিত মুখোপাধ্যায়। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিতে চলেছেন। রাজ্য পুলিসের প্রাক্তন ডিজির স্থলাভিষিক্ত হতে চলেছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফর থেকে ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নবান্নর তরফে জানা গিয়েছে, বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব পদ থেকে অবসরের পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিন সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারবিভাগীয় সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র এবং প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন নাপরাজিত মুখোপাধ্যায়।
রাজ্য পুলিসের ডিজি পদে অবসর গ্রহণের পর নাপরাজিত মুখোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেন মুখ্যমন্ত্রী। পাঁচ বছর করে মোট দু’দফায় দশ বছর তিনি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।