বিশ্ববাজারে জায়গা করছে বাংলার তাঁত, শিল্পীদের উৎসাহ দিতে বাংলার তাঁতের হাটের আয়োজন
Banglar Tanter Haat

The Truth of Bengal: গত কয়েক দশকে বাংলার কিছু ঐতিহ্যশালী শিল্প ধুঁকতে বসেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল বাংলার তাঁতশিল্প। কিন্তু গত কয়েক বছরে, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রশিক্ষণ, ঋণনীতি ও পরিকাঠামো ছবিটা একদম বদলে দিয়েছে। গত শুক্রবারই শুরু হয়েছে ১৭তম বাংলার তাঁতের হাটের উদ্বোধন। সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে এই মেলা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
শুক্রবারই উদ্বোধনের সময় রাজ্যের বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি নকশার কারণে তন্তুজা পণ্যের বিক্রি অনেক বেড়েছে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বস্ত্র দফতর, তাঁতীদের জন্য একটি বাজার তৈরি করার উদ্যোগ নিয়েছে যেখানে তাঁত শিল্পীরা তাদের পণ্য বিক্রি করতে পারবেন। শুক্রবার মেলার উদ্বোধন করেন রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া।
চলতি বছরে ২৯০টি স্টল তৈরি করা হয়েছে। যেখানে তাঁতিরা তাদের শাড়িগুলি প্রদর্শন করবেন এবং সেগুলি বিক্রি করবে। গত বছর স্টলের সংখ্যা ছিল ২৭৪টি। বস্ত্র বিভাগের কর্মকর্তাদের মতে, এ বছর ৮৮টি প্রাথমিক তন্তু সমবায় সমিতি, ২০টি খাদি অধিভুক্ত সমিতি, ২৪টি তাঁত ক্লাস্টার, ৩০টি গ্রামীণ শিল্প ক্লাস্টার, ২৫টি স্বনির্ভর গোষ্ঠী, ১০০টি এমএসএমই। অধিদপ্তর, তন্তুজা, বঙ্গশ্রী ইত্যাদি সহ ১২০ জন স্বতন্ত্র তাঁতি অংশ নিয়েছেন।