কলকাতা

জোকায় পথ দুর্ঘটনায় মৃত অটো চালক

Auto driver dies in road accident in Joka

Truth Of Bengal: অটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে অটো চালকের। মৃতের নাম বিটু পাত্র। তাঁর বয়স ৪৫ বছর। একইসঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট গাড়ির চালকও। ঘটনাটি ঘটেছে, ঠাকুরপুকুর থানার অন্তর্গত জোকা খালপোল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার ওই অটোটি বাখড়াহাটের দিকে যাচ্ছিল। পাশাপাশি উল্টোদিক থেকে একটি প্রাইভেট গাড়ি জোকার দিক থেকে আসছিল। ঠিক সেই সময় জোকা খালপোলের কাছে ওই দুটি গাড়ির আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন অটো চালককে।

Related Articles