ভোটের শেষবেলায় তুঙ্গে প্রচার, মানুষের মাঝে সব দলের প্রার্থী
At the end of the election, campaigning is intense, candidates of all parties are among the people

The Truth of Bengal: ইতিমধ্যে পাঁচটি দফার ভোট হয়ে গিয়েছে। আগামী সোমবার রাজ্যের আটটি কেন্দ্রে হতে চলেছে ষষ্ট দফার নির্বাচন। সেই কেন্দ্রগুলিতে বৃহস্পতিবার ছিল প্রচারের শেষদিন। ১ মে শনিবার সপ্তম দফার ভোট দিয়ে শেষ হবে এবারের লোকসভা নির্বাচন। বাকি কেন্দ্রগুলিতে প্রচার তুঙ্গে। সব দল শেষ বেলায় মাটি কামড়ে প্রচার চালাচ্ছে।
সাতটি দফার মধ্যে ইতিমধ্যে পাঁচটি দফার ভোট হয়ে গিয়েছে। আগামী সোমবার রাজ্যের আটটি কেন্দ্রে হতে চলেছে ষষ্ট দফার নির্বাচন। তারপর ১ মে শনিবার সপ্তম দফার ভোট দিয়ে শেষ হবে এবারের লোকসভা নির্বাচন। ষষ্ট দফার ভোট হবে যে কেন্দ্রগুলিতে, সেখানে বৃহস্পতিবার ছিল প্রচারের শেষদিন। বাকি কেন্দ্রগুলিতে প্রচার তুঙ্গে। শেষবেলায় যেখানে যেখানে ভোট হবে, সেই কেন্দ্রগুলিতে এখন প্রচার তুঙ্গে। বড় বড় সব নেতা ঝাঁপিয়ে পড়েছেন সেইখানে। প্রার্থীরাও নাগাড়ে প্রচার চালাচ্ছেন।
Sujata
ষষ্ট দফার নির্বাচনে অন্যতম নজরকাড়া আসন বাঁকুড়ার বিষ্ণুপুর। এই কেন্দ্রে লড়াই এক প্রক্তন দম্পতির। বিজেপির হয়ে লড়ছেন আগেরবারের জয়ী সাংসদ সৌমিত্র খাঁ। অন্যদিকে, তৃণমূলের হয়ে লড়ছেন সুজাতা মণ্ডল। প্রচারে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। দুই পক্ষ জেতার ব্যাপারে আশাবাদী। তবে এই কেন্দ্রে প্রচারে প্রথম থেকে নজর কাড়ছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শেষবেলার প্রচারে বৃহস্পতিবার সুজাতা মণ্ডলকে হুডখোলা গাড়িতে প্রচার করতে দেখা যায়। এদিন সুজাতার প্রচারে আসেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।
Srijan
রাজ্যের আর এক নজরকাড়া আসন যাদবপুর। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছে তরুণ মুখ সৃজন ভট্টাচার্য। এলাকার ভূমিপুত্র প্রথম থেকে এখানে মানুষের মধ্যে পৌঁছে জনসংযোগের মাধ্যমে প্রচারে জোর দেন। বৃহস্পতিবার সকালেই বারুইপুর স্টেশনে যাত্রী ও হকারবন্ধুদের সঙ্গে আলাপচারিতা করেন। রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে ভোট চান। সিপিএম প্রার্থীর দাবি, মানুষ এবার তাঁদের দিক থেকে মুখ ফেরাবে না।
Dilip
নিজের কেন্দ্রে ভোট হয়ে যাওয়ায় এবার অন্য প্রার্থীর জন্য প্রচারে সময় দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পাত্রসায়ের ব্লকের ডাকবাংলা থেকে কাকরডাঙা মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে ছাড়াই স্থানীয় মণ্ডল সভাপতি অনুপ ঘোষকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোট প্রচার করেন দিলীপ ঘোষ।