
The Truth of Bengal: আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে চলেছে এবারের অধিবেশনে। বুধবার বিধানসভায় বিএ কমিটির বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বিধানসভায় বিএ কমিটির বৈঠক
.২৪ নভেম্বর থেকে শুরু রাজ্য বিধানসভার অধিবেশন
.৩০ তারিখ পর্যন্ত দিন নির্ধারণ হয়েছে অধিবেশনের
.পরবর্তী বিএ কমিটির বৈঠক হবে ২৯ নভেম্বর
.একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে চলেছে অধিবেশনে
.সংবিধান দিবস নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত
.এই বিষয়ে ২৮ নভেম্বর ২ ঘণ্টা আলোচনা হবে
.২৯ নভেম্বর বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিলের ওপর আলোচনা
.৩০ নভেম্বর মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিলের ওপর আলোচনা হবে
অধিবেশন শুরুর আগে বুধবার রাজ্য বিধানসভায় বিএ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারও বিএ কমিটির বৈঠকে যোগ দিলেন না বিজেপির প্রতিনিধিরা। আর তা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।রাজ্যপালের কাছে একাধিক বিল আটকে থাকা নিয়ে আবারও সরব হয়েছেন বিধানসভার অধ্যক্ষ। মোট ২২ টা বিল রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অধ্যক্ষ বলেন বিলগুলি সম্পর্কে বিধানসভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন রাজ্যপাল।বিমান বন্দ্যোপাধ্যায় সব দলের বিধায়কদের কাছে আবেদন রেখেছেন শীতকালীন অধিবেশনে বিধানসভার গরিমা বজায় রাখার। বিরোধীরা যেভাবে অকারনে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসে তা নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি।