বিধানসভার অধিবেশনে হইহট্টগোল, ওয়াক আউট বিজেপির
Assembly session ends in chaos, BJP walks out

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বাজেট অধিবেশনে বুধবার আলোচনা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে সভা ওয়াক আউট করল বিজেপি। অধিবেশন কক্ষ ছেড়ে আসার পরম্পরা বজায় রাখল রাজ্যের বিরোধী দল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের কাছে বারংবার আহ্বান জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়ার।
বিভিন্ন অধিবেশনে এই আহ্বান জানান স্পিকার। কিন্তু অধিবেশন ছেড়ে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদে বেশি সময় দেখা যায় বিজেপিকে। এদিন তার ব্যতিক্রম ঘটল না। চা বাগানে জমি ফ্রি হোল্ড ইস্যুতে অধিবেশন কক্ষ ছেড়ে রাজ্য সরকারের সিদ্ধানে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। এই ইস্যুতে বিধানসভা অধিবেশনে ব্যাপক হইহট্টগোল হয়।
চা বাগানে জমি ফ্রি হোল্ড করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০ শতাংশ চা বাগানের জমি ফ্রি হোল্ড করে দেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করবেন ভারতীয় জনতা পার্টির বিধায়কররা। বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে আলোচনা। সেখানেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নিয়ে প্রতিবাদ করেন বিজেপির বিধায়করা। তাদের মতে এমন সিদ্ধান্তে উত্তরবঙ্গ সহ পাঠালের চা বাগানের মারাত্মক ক্ষতি হবে। এরপরেই ভারতীয় জনতা পার্টির বিধায়করা অধিবেশন কক্ষেই স্লোগান দিতে শুরু করেন। এরপর ওয়াক আউট করে বিজেপি।