কলকাতা

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে

Ashish Pandey, a close associate of Sandeep, was arrested in the RG Kar Hospital financial corruption case

Truth Of Bengal: Saif Khan: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত আশিস পাণ্ডে নামের ওই চিকিৎসককে বৃহস্পতিবার গ্রেফতার করে তারা। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত চিকিৎসক তৃণমূলের এক যুবনেতা। তিনি এর আগে সিবিআই দফতরে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই গ্রেফতার হয়েছেন। এবার এই মামলায় আশিস পাণ্ডেকেও গ্রেফতার করা হল। এই মামলায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, যে দিন আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেই ৯ আগস্ট আশিস সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিলেন। সিবিআই মনে করছে যে তিনি আরজি করের ঘটনায় জড়িত থাকতে পারেন। এই কারণে তাকে সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ঘটনার দিন তিনি যে হোটেলে ছিলেন, সেই হোটেলের কর্মীকেও নথি-সহ ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। ওই রাতেই ধর্ষণ ও খুনের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআই গ্রহণ করে। তখন ধৃত সিভিক ভলান্টিয়ারকেও হেফাজতে নেয় তারা। আদালতের অনুমতিতে অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে। পরে, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষকে মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় আগেই হেফাজতে নিয়েছিল সিবিআই।

Related Articles