কলকাতা

“ভোট এলেই তৃণমূল নেতাদের জেলে ভরে”- নেতাজি ইন্ডোর থেকে বললেন মমতা

"As soon as the elections come, fill Trinamool leaders with jail" - Mamata said from Netaji Indoor

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের মেগা সম্মেলনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লোকসভা ভোটে আমরা ৩৪টা আসনে জিততাম। পাঁচটা আসনে কারচুপি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে ওই আসন গুলিতে। বিজেপির কথায় ভোটের সময় সব রদবদল হয়। ভোট এলেই তৃণমূল নেতাদের জেলে ভরে দেওয়া হয়।

ভোটের সময় ডিএম বদলে দেওয়া হয়, সুপার বদলে দেওয়া হয়। ভোটের সময় বিএসএফকে ব্যবহার করা হয়। ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর প্রভাবিত করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে। ভোটের লাইনে সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। বিজেপির কথায়য় এ কাজ হয়।

যত ভোট এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা বাড়বে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি গুলিকে ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে লাগানো হয়। গত লোকসভা নির্বাচনে বিজেপি কারচুপি না করলে ৩৪ টা আসনে জিততাম আমরা। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে গত লোকসভা ভোট নিয়ে একাধিক মতামত ব্যক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles