কলকাতা

জবাব দিন! কথার জাগলারি করবেন না, কেন বললেন কুনাল?

Answer! Don't play with words, why did Kunal say that?

Truth Of Bengal: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় বেশ কিছু সম্পত্তির কথা গোপন করে গিয়েছেন তিনি।

তার এলাকার একজন ভোটার এই নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছেন। শুধু নির্বাচন কমিশনে নয় ভারতের রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগে উল্লেখ করেছেন, ‘সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তির হিসাব লুকিয়েছেন হলফনামায়’। তথ্য গোপন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন এই অভিযোগ তোলা হয়েছে।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায় নির্দিষ্টভাবে অভিযোগ জানিয়েছেন কমিশন ও রাষ্ট্রপতিকে। তথ্য গোপন করে নির্বাচনে দাঁড়ানোর জন্য তার বিরুদ্ধে যথাপযুক্ত তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি জানানো হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অগ্নিমিত্রা। তা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

এই তৃণমূল নেতার দাবি, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাকেই প্রমাণ দেয়া উচিত যে অভিযোগ সঠিক নয়। এই অভিযোগ আসার পর থেকে কেন তিনি চুপ রয়েছেন সেই প্রশ্ন তোলেন কুনাল। শুক্রবার কুনাল ঘোষ বলেন কথার জাগলারি না করে তিনি জানান অভিযোগ ঠিক না বেঠিক। কুনালের প্রশ্ন তিনি নীরব হয়ে বসে আছেন কেন?

Related Articles