কলকাতা

শহরে ফের ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে মেয়র

Another terrible fire breaks out in the city, mayor at the scene

Truth Of Bengal: শহরে ফের আগুন। সোমবার এই আগুন লাগে শহর কলকাতার তারাতলায়। এদিন তারাতলার কেপিটি কলোনিতে আগুন লাগে বলে খবর। সোমবার সন্ধ্যা ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ দাউদাউ করে জ্বলে উঠল তারাতলার কেপিটি কলোনির পাশের বসতি। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঝুপড়ি।


এই খবর মিলতেই ওই এলাকায় আগুন লাগার পর ওই এলাকায় মেয়র ফিরহাদ হাকিম পৌঁছান। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গে। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

জানা যায়, আচমকাই ওই এলাকায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। তার জেরেই তীব্র আকার নেয় ওই আগুন। জ্বলে ওঠে একের পর এক ঝুপড়ি ও তাতে থাকা আসবাব।

আগুন নেভতে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে ওই আগুন। তবে এখনও পকেট ফায়ার রয়েছে।  তবে আপাতত জানা যাচ্ছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। বলেন, “কী থেকে আগুন জানা যায়নি। তবে গরিব মানুষদের ক্ষতি হয়ে গেল। কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।” দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন পুরোপুরি নেভার পরই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে।

Related Articles