আবার মারধরের ঘটনা কলকাতায়, এবার ঘটনাস্থল খিদিরপুর
Another incident of beating in Kolkata, this time the place of incident is Khidirpur

The Truth Of Bengal: আবার মারধরের ঘটনা কলকাতায়। এবার ঘটনাস্থল খিদিরপুরের একটি গেস্ট হাউস। মারধরের অভিযোগ ওঠে এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গেস্ট হাউসেও। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও লালবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কোনো গণপিটুনির ঘটনা নয়, নিজেদের মধ্যে অশান্তির জেরে এই মারধর। আহত যুবক বর্তমানে একবালপুর নার্সিংহোমে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম মোহাম্মদ ইস্তাক। অভিযোগ, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খিদিরপুরের এক গেস্ট হাউসের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ইস্তাক, তারপরই তাঁকে বেধড়ক মারধর করে তারা। এই ঘটনায় শাহজাদ আলি, নওশাদ এবং মহম্মদ আব্বাস নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। অভিযোগ পেয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করানো হলে তাঁরা জামিন পেয়ে যান।
অপরদিকে গেস্ট হাউসের মালিকের বিপক্ষে লোকজনের বক্তব্য, ওই হোটেল মালিক প্রোমোটার। তিনি একটি বেআইনি নির্মাণ করছিলেন, সেই সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নির্মাণকার্য বন্ধ করে দেয়।