কলকাতা

ফের হাওয়া বদলের পূর্বাভাস চলতি সপ্তাহেই বঙ্গে আসবে কালবৈশাখী

Another change in weather forecast: Kalbaisakhi will arrive in Bengal this week

Truth Of Bengal : কিছু দিন আগে পর্যন্ত হালকা হালকা শীতের মরসুমে বেশ ভালোই মেতে ছিলেন শহরবাসী। তার পরেই আচমকাই উধাও হয়ে যায় শীত। মার্চের শুরু থেকেই ক্রমশ বাড়তেই থাকে তাপমাত্রা। মানুষ এই গরমেই রীতিমত হাঁসফাঁস করছে, মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে কমবে গরম। এবার সেই প্রশ্নের উত্তরে সিলমোহর বসাল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষের দিকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহের মরশুমেই প্রথম কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটানা তুমুল ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাতে। যার জেরে এখন থেকেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এইদিকে আজও দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অনুভূত হবে তীব্র গরম।

তবে বেশিদিন এই ভ্যাপসা গরমে কষ্ট পেতে হবে না। চলতি সপ্তাহেই সুখবর দিল হাওয়া অফিস। বুধবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনার কথা জানিয়েছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এরই সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিনে আবহাওয়া থাকবে শুষ্ক।

Related Articles