কলকাতা

কালীঘাটে ভেঙ্গে পড়লো প্রাচীনকালের বাড়ি! অল্পের জন্য রক্ষা

Ancient house collapses in Kalighat! Rescued for a short time

Truth Of Bengal: ভেঙ্গে পড়লো বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিঘাট এলাকায়। জানা গেছে, কালীঘাটের ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। স্থানীয় বাসিন্দা ও দমকল সূত্রে খবর, ভেঙ্গে পড়া বাড়ির ভিতরে কেউ আটকে নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৭৩ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি অনেক বছরের পুরনো। সেই বাড়ির দোতলার অংশে কেউ থাকতেন না। কিন্তু, নীচের অংশে অনেকেই থাকতেন।

শনিবার রাতে দোতলার একটা অংশ ভেঙে পড়ে। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বাড়ি ভাঙ্গার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে নীচের অংশের ভাড়াটেদের বের করে নেন। তারপর দোতলার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে বাড়িটির। এই ঘটনার পর স্থানীয় থানা এবং দমকলকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছেন।

Related Articles