কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামা করলেও, পুরোপুরি বন্ধ অন্ডাল বিমানবন্দর
Although flights take off and land at Kolkata airport, Andal airport is completely closed

The Truth of Bengal: জলমগ্ন অবস্থায় কলকাতা বিমানবন্দরে কোন বিমান বাতিল না হলেও অন্ডাল বিমানবন্দরে জল দাঁড়িয়ে যাওয়ার কারণে বাতিল হয়েছে একাধিক বিমান। অন্ডাল বিমানবন্দর সূত্রে খবর, যদি বৃষ্টি কমে এবং জল আর না জমে তাহলে রবিবার থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হবে অন্ডাল বিমানবন্দরে। টানা বৃষ্টির কারণে রীতিমত নদীতে পরিণত হয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। এই বৃষ্টির জেরেই শনিবার সারাদিনই ব্যহত ছিল বিমান পরিষেবা।
আসলে মুষলধারে বৃষ্টি চলছে রাজ্যে। বৃষ্টির জেরে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। জলমগ্ন অবস্থা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে বিমানবন্দর কর্মীদের। জল সরিয়ে কাজ করতে হচ্ছে বিমানবন্দর কর্মীদের। জল ঢুকেছে বিমানবন্দরের পার্কিং এলাকায়, আবার বিমানবন্দরের অ্যাপ্রন এলাকাতেও ঢুকেছে জল। বিমান যেখানে দাঁড়ায় জল দাঁড়িয়েছে সেখানেও। একের পর এক বিমান ওই জলমগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছে। তবে যেহেতু বিমানবন্দরের রানওয়েতে জল জমেনি তাই দেরি করে হলেও ওঠা নামা করছে বিমান। কিন্তু অন্ডাল বিমানবন্দরে সর্বত্র দেখা গেছে জল। বিমানবন্দরের প্রবেশদ্বার থেকে শুরু করে বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছে জল। যে কারণে বিমান ওঠা নামার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে অন্ডাল বিমানবন্দরে। শনিবার বাতিল করা হয়েছে ৫ টি বিমান। যে বিমান গুলি বাতিল করা হয়েছে সেগুলি যাওয়ার কথা ছিল মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু।
বিমানবন্দর এই ভাবে বন্ধ থাকায় দেখা দিয়েছে যাত্রী ভোগান্তি। পাহাড়ের রানি দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে এবং সিকিম যাওয়ার ক্ষেত্রে বহু পর্যটক সফর করেন অন্ডাল বিমানবন্দরে এসে। আগে থেকে বুক করা টিকিট থাকা সত্ত্বেও যেতে পারছেন না কোন যাত্রী। যে কারণে সাময়িক ভাবে ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।