কলকাতা

মেট্রো পরিষেবায় বড় বদল! ৭ মিনিট অন্তর ট্রেন, সবই দক্ষিণেশ্বর থেকে

almost all metros to start from dakshineswar from now on

Truth Of Bengal: এবার থেকে প্রায় সব মেট্রোই দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। কলকাতা মেট্রোয় বড় বদল আনল মেট্রোরেল। আগামী সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে নতুন টাইমটেবিল মেনে চলবে মেট্রো। তবে আপাতত পরীক্ষামূলকভাবেই তা চালানো হবে বলে জানাল মেট্রোরেল।

বর্তমানে শেষ দুই স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে ৬ মিনিট অন্তর ট্রেন চলে। আগামী সোমবার থেকে  তা বেড়ে করা হল ৭ মিনিট। মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫৫ মিনিটে।

উল্লেখ্য, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। সেই ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সকালের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।

তেমনই মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময়ের কোনও হেরফের হয়নি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে সেটি ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম যআওয়ার রাতের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।

অন্যদিকে, সোমবার থেকে শুক্রবার রাতে বিশেষ মেট্রো যেটা কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হয়, সেটা তেমনই চলবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। রবিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন যে পরিষেবা চালু হচ্ছে, সেটি সকাল ৯টা থেকে। আবার ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময়ের কোনও পরিবর্তন হয়নি।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত দিনের শেষ মেট্রোরও সময় এক থাকছে। তবে রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোর সময় রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে।

Related Articles