কলকাতা

রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের

Allegation of violation of election rules against the governor, Trinamool complaint to the commission

The Truth of Bengal: রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবিষয়ে কোন রিপোর্ট চেয়ে পাঠালে তা তারা জমা দেবে, জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজভবনের নির্বাচন সংক্রান্ত বিশেষ পোর্টাল চালুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।

কখনোই রাজ্যপাল এ ধরনের নির্বাচন সংক্রান্ত পোর্টাল চালু করতে পারেন না বলে দাবি রাজ্যের শাসকদলের। পশ্চিমবঙ্গ রাজভবনে একটা নতুন পোর্টাল চালু করেছেন রাজ্যপাল। যার নামকরণ করা হয়েছে ‘লোগ সভা পোর্টাল’। নির্বাচন সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ এই পোর্টালে জানানোর জন্য বার্তা দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যপাল নিজের হাতে দায়িত্ব তুলে নিতে পারেন না।

এক্তিয়ার বহির্ভূতভাবে এ ধরনের পোর্টাল চালু করা হয়েছে। এই নিয়ে রাজ্য অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কোন ধরনের বিষয়ে তাদেরকে তথ্য দিতে বলা হলে তা তদন্ত করে তারা তা জানাবেন। এই পোর্টাল চালু নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে নতুন করে সংঘাত শুরু হল। রাজ্যপালের নিজস্ব এক্স হ্যান্ডেল রাজভবন কলকাতা বেঙ্গল গভর্নর’-এ এই নয়া পোর্টাল চালু করা ও  এর কার্যকারিতা নিয়েও পোস্ট করা হয়েছে। নির্দিষ্ট তথ্য কমিশনের হাতে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Related Articles