কলকাতারাজ্যের খবর

শীতের মরসুমে আলিপুর চিড়িয়াখানার নয়া চমক, মিলবে খাঁচায় ঢোকার ছাড়পত্র

Alipore Zoo's new surprise for winter season: Permission to enter the cage will be given

Truth Of Bengal: ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করতে দেখা যাচ্ছে সকলকে। তারই মাঝে দেড়শ বছর উপলক্ষে চিড়িয়াখানার নতুন ভাবনা। দর্শকরা এবার চিড়িয়াখানা ভ্রমণ করতে এসে সরাসরি প্রবেশ করতে পারবে পশু পাখিদের খাচায়?

হ্যাঁ ঠিক শুনছেন এটাই শীতের মৌসুমে দর্শকদের জন্য নয়া চমক। বাঘ বা সিংহর খাঁচায় নয় পাখির খাঁচায় ঢোকার ছাড়পত্র ইতিমধ্যে মিলতে শুরু করেছে। যার টানে কচিকাঁচা থেকে শুরু করে বড়োরা সকলেই ভিড় করছে চিড়িয়াখানায়।তার জন্য বানানো হয়েছে বিশাল একটা বৃহৎ খাঁচা। সেখানে থাকছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি।

আলিপুর চিড়িয়াখানা দেড়শ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য এই উপহার। পাশাপাশি শীতের মৌসুমে আলিপুর এই ইতিমধ্যে হাজির হয়েছে নয়া অতিথিরা। শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে নিয়ে আসা হয়েছে ভিন্ন প্রজাতির লেপার্ড ক্যাট।

ভিন রাজ্যে এরকম অনেক চিড়িয়াখানা রয়েছে যেখানে সরাসরি কাঁচের ঘরে প্রবেশ করে পশু পাখিকে খুব সামনে দিয়ে দেখা যায়।এবারে সেই সুযোগ মিলতে চলেছে খাস কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। খাঁচার ভেতর দিয়ে দর্শকদের হেঁটে ঘোরার জন্য থাকছে ওয়াকিং ওয়ে। এমনকি খাঁচার ভেতরে বিভিন্ন জলজ প্রাণীর জন্য থাকছে জলাশয়।

বর্তমানে আলিপুরে সদস্য সংখ্যা কম নয়। বাঘ, সিংহ জলহস্তী এরা পুরনো সদস্য এরা তো থাকছে সঙ্গে আগের থেকে বর্তমানে  আলিপুর চিড়িয়াখানা ঢেলে সাজানোয় কচিকাঁচা থেকে শুরু করে বড়দের চিড়িয়াখানায় আশার আনন্দকে  আরও দ্বিগুণ করে দিয়েছে । পুজোর আগে নন্দনকানন থেকে এক জোড়া রয়েল বেঙ্গল টাইগার, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনাম থেকে এসেছে সাদা বাঘিনী।

এই মরসুমে আরো দুই একটি নতুন অতিথি আসার কথা সবার প্রিয় চিড়িয়াখানাতে। আলিপুরে বছর কয়েক ধরেই সবুজ এনাকোন্ডা আসার কথা চলছিল, মাদ্রাজ থেকে তাকে নিয়ে আসার কথা। এই মরসুমে হয়তো তাকে হাতে পেতে পারেন কর্তৃপক্ষ কারণ ইতিমধ্যে আলিপুরে তার ঘর গোছানো হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে এই শীতের মরশুমে দেখা যাবেই নতুন অতিথিকে।

Related Articles