লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূলে, রাজ্যজুড়ে পরিবর্তন ব্লকস্তরের সংগঠনে..
Ahead of the Lok Sabha elections, the major reshuffle is at the grassroots, across the state, the block-level organization.

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় রদবদল। রাজ্যজুড়ে পরিবর্তন করা হল ব্লকস্তরের সংগঠনে। বেশ কিছু ব্লকসভাপতি পদে আনা হল পরিবর্তন। তবে কোথাও কোথাও পুরোনো ব্লক সভাপতিদেরই রেখে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতেই ব্লক স্তরে এই বদল বলে জানা গিয়েছে তৃণমূলসূত্রে।
নির্বাচনের আগে কার্যত কোমর বেঁধে নেমেছে সব রাজনৈতিক দলগুলি। সাংগঠনিকস্তরে বদল এনে সাজানো হচ্ছে। বিভিন্ন জেলায় তৃণমূলের ব্লক সভাপতি পদে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। তবে বেশ কিছু জায়গায় পুরোনো ব্লক সভাপতিদেরই রাখা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতেই ব্লক স্তরে এই বদল বলে জানা গিয়েছে তৃণমূলসূত্রে। বেশ কিছু জেলায় ব্লক সভাপতিকে নিয়ে জেলা নেতৃত্বের অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ থেকে দলে প্রভাব পড়ছে। আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কোনো প্রভাব না পড়ে তাই কয়েক মাস আগে এই রদবদল সেরে ফেলা হল।
শুধুই যে বদল আনা হয়েছে তা নয়, তালিকা প্রকাশের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতির কর্মসূচিতে নামার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। যে সব সাংগঠনিক জেলার ব্লক সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কোচবিহার, উত্তর দিনাজপুর, আরামবাগ, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুর, তমলুক, কাঁথি, রানাঘাট, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, মালদা, ঝাড়গ্রাম, জঙ্গিপুর, জলপাইগুড়ি, হাওড়া গ্রামীণ ও শহরতলি, হুগলি-শ্রীরামপুর, ঘাটাল, দক্ষিণ দিনাজপুর।
নতুন তালিকায় দেখা যাচ্ছে, বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় নানা অভিযোগে অভিযুক্ত এবং দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় সভাপতিকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার জন্য নতুনদের জায়গা দেওয়া হয়েছে ব্লকস্তরের সংগঠনে।
Free Access