কলকাতারাজনীতিরাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই জেলাশাসক বদলির নির্দেশ জারি নবান্নের

After the Chief Minister's stern message, Nabanna issued the order to transfer the District Magistrate

The Truth Of Bengal: ভোটের আগে নির্বাচন কমিশন ইচ্ছেমতো প্রশাসনিক বদলি করে।জেলাশাসক-পুলিশ সুপারদের সরিয়ে দেওয়া হয়।এমনকি ডিজি পদ থেকে রাজীব কুমারকেও অপসারিত করা হয়।ভোট মিটতেই সেই প্রশাসনিক কর্তাদের রদবদল করা হচ্ছে।

কয়েকদিন আগে সরিয়ে দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে সরিয়ে পূর্ণেন্দু মাজিকে জেলাশাসক করা হয়।জয়শীকে প্রশাসনিক ও কর্মিবর্গ সংস্কারে স্পেশাল ডিউটিতে পাঠানো হয়।এবার বীরভূম জেলার জেলাশাসক পদে বদলি করল নবান্ন।

শশাঙ্ক শেঠি কে সরানো হয়েছে। তার জায়গায় বীরভূম জেলার জেলাশাসক হিসেবে  আনা হয়েছে বিধান রায়কে । দ্রুত তাঁকে বীরভূমের  জেলাশাসক পদে বহাল করা হচ্ছে বলে জানা গেছে।এই প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদানে গুরুত্ব দিয়েছেন।

 

Related Articles