পার্ক সার্কাসের পর এবার রবীন্দ্রসদন, ভয়াবহ দুর্ঘটনা শহরে
After Park Circus, now Rabindra Sadan, a terrible accident in the city

Truth Of Bengal: একের পর এক দুর্ঘটনা শহর কলকাতার বুকে। বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে উঠে যায় ফুটপাতের রেলিংয়ে। মঙ্গলবার এমনই ঘটনা ঘটে, রবীন্দ্রসদনের কাছে। এই ঘটনার জেরে একজন আহত হন।
জানা যায়, এদিন সকালে ধূলাগড় থেকে নিউটাউনগামী একটি বাস বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে ঢাল দিয়ে নামছিল। সেই সময়ে আচমকাই গতি বাড়িয়ে দেয় ওই বাসটি। গতি বাড়িয়ে টাল সামলাতে না পেড়ে আচমকাই একটি ছোট প্রাইভেট ম্যাটাডোর ভ্যানে ধাক্কা মারে ওই বাসটি। এতে ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় আহত হন প্রাইভেট কারে থাকা যাত্রীরা। পাশাপাশি বাস যাত্রীরাও আহত হয়েছেন বলে এমনটাই জানা যায়। একের পর এক গাড়িতে ধাক্কা দেওয়ার পর থামেনি বাসটি। সোজা এসে হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে উঠে যায় বাসের চাকা। এই ঘটনায় বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফলে ব্যাহত হয় যান চলাচল।
এরপর স্থানীয়েরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হেস্টিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর যাত্রীদের উদ্ধারকার্য শুরু হয়। পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয়। এই দুর্ঘটনার পর বাস ও চালককে আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই এত তীব্র গতিতে এগিয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ির ব্রেক কোনোভাবে ফেল ছিল কিনা।