সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জে চুরি
After Central Avenue, Dum Dum, now theft in Tollygunge

Truth Of Bengal: দমদম, সেন্ট্রাল অ্যাভিনিউ পর এবার রিজেন্ট পার্ক। প্রতিবারই টার্গেট প্রৌঢ়া বা বয়স্ক লোকজন। সোমবার রাতে টালিগঞ্জে ফ্ল্যাটে ডাকাতি। জানা যাচ্ছে, এদিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নেয় দুষ্কতীরা। এরপর বাড়িতে প্রৌঢ়া এলে তাকে প্রথমে হাত বাঁধে। এরপর তাকে মারধর করা হয়। মারের চোটে জ্ঞান হারান ওই প্রৌঢ়া।
এরপর তাকে অচৈতন্য করে চলে লুটপাট। এই ঘটনায় ওই প্রৌঢ়া জানিয়েছেন, ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না রাখা ছিল। পাশাপাশি দুষ্কৃতীরা সকলেই মুখ ঢাকা অবস্থায় বাড়িতে ঢোকে। তাকে কাউকে এখনও অবধি শনাক্ত করা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে যে ওই বাড়িতে গয়না রয়েছে দুষ্কৃতীরা কিভাবে জানল? তবে কি এর নেপথ্যে কি পরিচিত কেউ রয়েছে? তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। সাথে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।