সপ্তাহ খানেকের স্বস্তির পর ফের বাড়বে বঙ্গে তাপমাত্রা, তবে কি বৃষ্টি বিদায় নিল? কি বলছে আবহাওয়া দফতর
After a few weeks of relief, the temperature will rise again in Bengal

The Truth of Bengal: প্রায় সপ্তাহ খানেকের স্বস্তির পর ফের একবার বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে পশ্চিমের জেলার তাপমাত্রার পারদ ছাড়াতে চলেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ পেরিয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসও। দক্ষিনবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে অস্বস্তিকর গরম। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে শুক্রবার অর্থাত ১৭ মে। বাংলাদেশ ও বিদর্ভ এবং আরব সাগরে ঘূর্নাবর্ত তৈরি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।
সেইসঙ্গে রবিবার অর্থাত ১৯ মে দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর, দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌছনোর পূর্বাভাসও রয়েছে। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও পাহাড়ে থাকবে গরমের ছোঁয়া। মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরমের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবারের মধ্যেই ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে পারদ। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমান। জানাল হাওয়া অফিস। বর্জ্রবিদ্যুত সহ বৃষ্টির সঙক্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শহর কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকেত পারে ৪৮ থেকে ৮৮ শতাংশ।