কলকাতা

বিতর্কের মাঝেই মহুয়ার পাশে অধীর রঞ্জন চৌধুরী

Adhir Chowdhury Beside Mahua

The Truth of Bengal: এবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিধান ভবনে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, প্রশ্নের উৎস নিয়ে বিজেপির মাথাব্যথা কেন, প্রশ্নটা ঠিক না বেঠিক তা নিয়ে কথা হোক। আদানি নিয়ে প্রশ্ন করা হলে কেন এত গা জ্বালা হয় বিজেপির?

প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির অভিযোগ অর্থের বিনিময়ে প্রশ্ন তুলেছিলেন সংসদে। এই ইস্যুতে এথিক্স কমিটির মুখোমুখিও হতে হয় মহুয়াকে। তদন্তের নামে ব্যক্তিগত প্রশ্ন করা হয় বলে অভিযোগ তোলেন মহুয়া। লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যেহেতু এথিক্স কমিটি তাঁকে ডেকে পাঠানোর চিঠিটি সংবাদমাধ্যমে প্রকাশ করেছিল, তাই তাঁরও মনে হয়েছে তাঁর লেখা চিঠিটিও প্রকাশ্যে নিয়ে আসার।

চিঠিতে মহুয়া দাবি করেছেন, গত ২৭ অক্টোবর তিনি  কমিটিকে একটি চিঠি লিখে অনুরোধ করেছিলেন তাঁকে ৫ নভেম্বরের পর কোনও তারিখ দেওয়া হোক। কেননা আগে থেকেই বিজয়া দশমী উপলক্ষে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিন্তু কমিটি তাঁর অনুরোধ না রাখায় তিনি বিস্মিত! বলে জানাচ্ছেন মহুয়া। যদিও সমনটির সম্মানার্থে তিনি হাজির  হবেন কমিটির সামনে, তবুও এমন মনোভাবের বিরোধিতাও করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Free Access

Related Articles