কলকাতা
Trending

বইমেলা উপলক্ষ্যে বাড়তি মেট্রো পরিষেবা, যাত্রী সুবিধার্থে সিদ্ধান্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের…

Additional metro service on the occasion of book fair, East-West Metro Authority's decision to facilitate passengers.

The Truth Of Bengal: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা।বইমেলা উপলক্ষে একাধিক সিদ্ধান্ত নিল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।  বইমেলা শেষ হবে ৩১ তারিখ। সেই কথা মাথায় রেখেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মিলবে বাড়তি মেট্রো, রবিবারও মিলবে পরিষেবা,মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। সোমবার-শনিবার ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো।কমছে দুটি মেট্রোর মাঝের সময়ের ব্যবধানও। শিয়ালদহ-সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে,সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। এছাড়া শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে।সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে,রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে।

 

Free Access

Related Articles