কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বামেদের পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগলো এবিভিপি

ABVP removes Dhundhumar, Left flags at Jadavpur University and puts up its own flag

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তি। সোমবার সন্ধ্যায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)-র সদস্যরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাম ছাত্র সংগঠনের সঙ্গে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট চত্বর মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়।

সন্ধ্যার আগে থেকেই যাদবপুর থানার কাছে বাম ছাত্র সংগঠনগুলির একটি মিছিল চলছিল। অন্যদিকে, গোলপার্ক থেকে বিজেপির যুব মোর্চার পালটা মিছিল আসে। সন্ধ্যার দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় স্লোগান যুদ্ধ।

এই সময় এবিভিপির সদস্যরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। কিন্তু উত্তেজনা বাড়তে থাকে, এবং এক পর্যায়ে এবিভিপির এক সদস্য গেটে উঠে বাম ছাত্র সংগঠনের পতাকা ছিঁড়ে ফেলে সেখানে নিজেদের পতাকা লাগিয়ে দেয়। একই সঙ্গে ছিঁড়ে ফেলা হয় বাম ছাত্র সংগঠনের বিভিন্ন পোস্টার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হন। প্রায় এক ঘণ্টা ধরে চলে উত্তেজনা, শেষে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির মধ্যে চাপা উত্তেজনা এখনো বজায় রয়েছে।

Related Articles