কলকাতা

ইডি দফতর থেকে বেরোনোর পরেই অভিষেকের নামে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং,(#ABJhukegaNehi)

Abhisekh Banerjee trending

The Truth Of Bengal: বুধবার ফের একবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, ইডি দফতরের সামনেই সাংবাদিকদের সামনে একাধিক বিষয় নিয়ে তোপ দাগেন। কাঠগড়ায় দাঁড় করানো হয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে। তারপর রাত থেকেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়েছে বিখ্যাত দক্ষিণী ছবি পুষ্পার আসলে সংলাপ এবি ঝুকেগা নেহি (#ABJhukegaNehi)।

“প্রাণ গেলে যাক। তবু মাথা নত করব না।” একথা একাধিকবার একাধিক জায়গায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও অভিযোগ তুলেছেন, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই, ইডি সিবিআইয়ের মতো এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে।  আর বুধবার যখন সিজিও কমপ্লেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ চলছে, তখন তাঁর সেই কথাই ট্রেন্ডিং এক্স হ্যান্ডেলে- ‘এবি ঝুঁকেগা নেহি’ (#ABJhukegaNehi)। মাথা নিচু করব না।

উল্লেখ্য, বুধবারই দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে ছিল ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে হাজির হওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ঠিক দুদিন আগেই, ওই একদিনে হাজিরা দেওয়ার নোটিস জারি করে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। সেই মতো, বুধবার সকাল ১১ টার কিছুটা পর কালীঘাট থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন অভিষেক।

সিজিও কমপ্লেক্সে পৌঁছন  ১১টা বেজে ৩৫ মিনিটে। সূত্রের খবর, বেলা ১২টা থেকে টানা জিজ্ঞাসাবাদ শুরু হয়। চলে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদও। তার পরেই সন্ধে নাগাদ এবারও ইডি দপ্তর থেকে বেরিয়ে ঝাঁঝালো গলায় ফের একবার তোপ দাগেন বিজেপি নেতৃত্বের দিকে। তিনি ফের একবার বুঝিয়ে দেন, কেন্দ্রের চাপে তিনি মাথা নত করবেন না।

এরপরেই সন্ধে থেকেই এক্স প্লাটফর্ম, ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে #ABJukeganehi

Related Articles