বিধানসভাতেই শপথ নিতে অনড়, অবস্থান জারি সায়ন্তিকা-রেয়াতের
Abiding to take oath in the assembly itself, Sayantika-Reyat's position is issued

The Truth of Bengal: শপথগ্রহণ ইস্যুতে জেহাদ জারি সায়ন্তিকা-রেয়াতের। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে এবার অবস্থান। দাবি, রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করান। আর নাইলে স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিন। এই ইস্যুতে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নজিরবিহীন ঘটনা। শপথ গ্রহণের দাবি জানিয়ে অবস্থানে রাজ্যের নবনির্বাচিত দুই বিধায়ক। বুধবার বিধানসভার গেটের সিঁড়িতে টানা চার ঘন্টা চলে অবস্থান। বৃহস্পতিবার ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান অব্যাহত। বরানগর থেকে নির্বাচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে নির্বাচিত রেয়াত হোসেন সরকারের দাবি বিধানসভায় তাদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হোক। রাজভবনে নয়, তারা চান বিধানসভাতেই শপথবাক্য পাঠ করতে। রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন অথবা স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিতে পারেন। আর যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে শান্তিপূর্ণ সত্যাগ্রহ চলবে। হাতে প্ল্যাকার্ড নিয়ে দ্বিতীয় দিনে ডঃ বি আর আম্বেদকর এর মূর্তির পাদদেশে অবস্থান চলে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের এই দুই বিধায়ক জানিয়ে দিলেন রাজভবনে তারা যাচ্ছেন না। দলের সুপ্রিমোর নির্দেশ তারা যথাযথভাবে পালন করবেন। শপথ গ্রহণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম বঙ্গ রাজনীতি। নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ঝুলে থাকার কারণে এলাকার সার্বিক উন্নয়নের কাজে তারা সামিল হতে পারছেন না। গত ৪ জুন ভোটের ফলাফল ঘোষণার পর প্রায় এক মাস কেটে গেলেও শপথ গ্রহণ বিশবাঁও জলে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। কোন পথে জট কাটে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।