“বাংলায় অশান্তির আবহ ছড়াতে জঙ্গি ঢোকানো হয়েছে” জঙ্গি নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা অভিষেকের
Abhishek Warns Centre to Address Rising Terrorism Threats

Truth of Bengal: জঙ্গি নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় অশান্তির আবহ ছড়াতে জঙ্গি ঢোকানো হয়েছে অভিযোগ করলেন অভিষেক। ডবল ইঞ্জিনের রাজ্য অসম ও ত্রিপুরা থেকেও বহু জঙ্গি ধরা পড়ছে, রাজ্যের বিরোধীদের বার্তা অভিষেকের।
বাংলায় অশান্তির সৃষ্টির জন্য জঙ্গি ঢোকানো হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন তিনি বলেন, জঙ্গি নিয়ে যারা পশ্চিমবঙ্গকে নিশানা করছে তারা মিথ্যা কথা বলছে। শুধু পশ্চিমবঙ্গ নয় অসম, ত্রিপুরা থেকে জঙ্গিরা ধরা পড়ছে। অভিষেকের প্রশ্ন অসম ও ত্রিপুরায় কাদের সরকার রয়েছে ? ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে জঙ্গিদের দাপাদাপ। বাংলার পুলিশের দক্ষতার জন্যই জঙ্গিরা ধরা পড়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গি বিরোধী অভিযানে রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয়। পুলিশের সাহায্য না পেলে জঙ্গিরা ধরা পড়ত না। তাঁর প্রশ্ন, বাংলাদেশের জন্য কী করছে কেন্দ্র? বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সীমান্ত রাজ্যগুলিতে সাম্প্রতিক জঙ্গিদের আনাগোনা বেড়েছে। এই নিয়ে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। এস টি এফ এর তৎপরতায় ইতিমধ্যে ধরা পড়েছে বহু জঙ্গি। শুধু বাংলা নয় ভিন রাজ্য থেকে পুলিশের জালে এমন অনেক জঙ্গি ধরা পড়েছে। তারপরেও রাজ্যকে জঙ্গি হাব বলে বিরোধীরা আক্রমণ শানাচ্ছে। ডায়মন্ড হারবারের অনুষ্ঠান থেকে এর জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।