কলকাতা

বুধে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক 

Abhishek to hold meeting with MPs on Wednesday

Truth of Bengal: বুধবার দুপুরে দলের সব সাংসদকে নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ওই বৈঠকে আলোচনার মূল  বিষয়বস্তু হিসেবে উঠে আসতে পারে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল রচনা। এর পাশাপাশি দলের সকলকে এক সুতোয় বাঁধার নির্দেশও দেওয়া হবে।

এর আগেই দলের তরফে স্পষ্ট করা হয়েছিল যে, আদানি ইস্যুতে সংসদে তৃণমূলের সরব হওয়া একেবারেই চলবে না। আদানি নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সময় লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনও কোনও সাংসদকে দেখা গিয়েছে, উঠে দাঁড়িয়ে পড়তে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, এই ধরনের অসামঞ্জস্য যাতে কক্ষ পরিচালনার সময় নজরে না আসে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হবে লোকসভা ও রাজ্যসভার নেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে।

যে কেউ নিজের ইচ্ছামতো বিষয় নিয়ে নোটিস দিতেই পারেন তবে অবশ্যই তা সংশ্লিষ্ট কক্ষের দলীয় নেতাকে দেখিয়ে তাঁর অনুমতি নিয়েই করতে হবে বলে জানানো হবে। এছাড়াও কোন কোন বিষয়কে গুরুত্ব সহকারে দেখে এ বারের অধিবেশনে তুলে ধরতে হবে, তা নিয়েও সাংসদদের সঙ্গে অভিষেকের কথা হবে বলে জানা গেছে।

Related Articles