কলকাতা

জঙ্গিদের নিশানায় অভিষেক, বাড়িতে হামলার ছক! বিস্ফোরক তথ্য লালবাজারের হাতে

Abhishek is the target of militants, the table of home attacks

The Truth of Bengal: মুম্বই হামলার চক্রীরা টার্গেট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের বাড়িতে হামলার ভয়ঙ্কর ছক কষছে জঙ্গিগোষ্ঠী!বিস্ফোরক তথ্য সামনে আনল লালবাজার। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা জানান,  কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করেছে কুচক্রীরা।এমনকি সন্দেহভাজনরা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের নম্বরও হাতিয়ে নিয়েছে। অভিষেকের ‘পিএ’র ফোন নম্বর জোগাড় করেন এক জঙ্গি।

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন।চাঞ্চল্যকর তথ্য মিলেছে,যে  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিডের শাগরেদ রাজারাম রেগে। পুলিশ সূত্রে খবর, গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন তিনি। দুদিন ছিলেন কলকাতায়। এই দুদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসে রেইকি করেন রাজারাম রেগে।এসটিএফ এই ঘটনার তদন্ত করে দেখছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে,২৬/১১ হামলার আগে বিস্ফোরণের চক্রী ডেভিড কোলম্যান হেডলি যখন মুম্বই গিয়েছিল, তখন রাজারামের সঙ্গে তাঁর গোপন শলা পরামর্শ করা হয়।  রাজারাম হেডলির সামনে নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। হেডলিকে রাজারাম কথা দেয়,বেশকিছু নেতার সঙ্গে যোগাযোগ তৈরি করে দেবে।তাই সে শেক্সপিয়ার সরণি থানা এলাকায় সে ডেরাও গাড়ে।গোপনে কলকাতায় সে দুষ্কর্ম করার ছক কষে বলে সন্দেহ।

Related Articles