কলকাতা

তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সরব মমতা-অভিষেক, সন্দীপ ঘোষের শাস্তি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee wants punishment for Sandeep Ghosh, Mamata-Abhishek on the protracted investigation

Truth Of Bengal : আরজি করের মতো ঘটনায় তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে একযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,১৬দিন হয়ে গেল কেন সিবিআই শাস্তি দিতে পারল না। কেন এখনও ধর্ষকদের শাস্তি হল না ? সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের তদন্ত সত্ত্বেও কেন  অভিযুক্তদের শাস্তি হচ্ছে না তা নিয়েও মুখ খোলেন তিনি।একইসঙ্গে মমতার মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হন। তিনি বলেন, সন্দীপ ঘোষের কঠোর শাস্তি চান।আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কড়া সাজা চেয়ে সোচ্চার হন।

এরপরই তিনি ঘোষণা করেন, কেন্দ্র যদি  ধর্ষণ রুখতে কড়া আইন আগামী তিন-চার মাসের মধ্যে প্রণয়ন না করে, তা হলে তৃণমূল দিল্লিতে বৃহত্তর আন্দোলন গড়বে। মানুষ রাস্তায় নামলে কেউ আটকাতে পারবে না। সাংসদও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “কেন্দ্র যদি এই আইন না আনে, তবে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই বিল পেশ করব।  তাই ধর্ষণ নিয়ে তৃণমূল যে কড়া অবস্থান নিচ্ছে তা অভিষেকের কথায় স্পষ্ট হয়ে যায়।গণআন্দোলনের মাধ্যমে সামাজিক ব্যধি রোধ করার বিরুদ্ধে গর্জে ওঠার ডাকও দিয়েছেন তিনি।

Related Articles