কলকাতা

বিশ্ব দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee in central delegation to expose Pakistan in world court

Truth Of Bengal: ‘অপারেশন সিন্দুর’ নিয়ে ভারতের বার্তা বিদেশে পৌঁছে দিতে গঠিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর অভিষেকের নাম ভাবা হয়।

সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং প্রতিনিধি দলের জন্য একজন প্রতিনিধি বাছাইয়ে তাঁর পরামর্শ চান। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেন বলে জানা গেছে।

এই সফরের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলে ‘অপারেশন সিন্দুর’-এর গুরুত্ব এবং দেশের অবস্থান তুলে ধরতে চায়।

 

Related Articles