ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আবেদনের সিদ্ধান্ত অভিষেকের
আজ সেই আর্জি মেনশন হতে পারে

The Truth of Bengal: ইডি দফতরে হাজিরা নিয়ে হাইকোর্টের সঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সেই আর্জি মেনশন হতে পারে। আদালত সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহা ইডিকে যে রায় দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আবেদনের পথে হাঁটছেন অভিষেক।
৩ অক্টোবর দিল্লিতে দলীয় কর্মসূচির পরিকল্পনা ছিল আগে থেকেই। অথচ সেই দিনেই, ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিস জারি করে। যদিও ইডি দফতরে হাজিরা না দিয়ে ২ এবং ৩ অক্টোবর যে দিল্লিতে আন্দোলনের জন্য থাকবেন, তা জানিয়ে দেন অভিষেক। যদিও বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অধিকর্তাকে নির্দেশ দেন, ‘৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়’ তা দেখার জন্য। গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরেই, নাম না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ঊর্ধ্বতন বেঞ্চে যআওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস জারি করে ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। পরেরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। সেদিন ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
Free Access