কলকাতা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত কারখানার ছাদ, মৃত ২

Abandoned factory roof collapses, killing 2

Truth Of Bengal: এন্টালিতে পরিত্যক্ত কারখানা ছাদ ভেঙে পড়ার জেরে প্রাণ হারান দুই ব্যক্তি। রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ এন্টালির কনভেন্ট রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত শাহিদুর রহমান (৪২) নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তিনি মুজিবুর রহমানের (৩৪)বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ঘটনার দিন রাতে ওই পরিত্যক্ত কারখানাটির পাশ দিয়ে যাওয়ার সময় ওই দু’জন একটি শব্দ শুনতে পান। সে শব্দ কোথা থেকে আসছে জানতে ভিতরে ঢোকেন তাঁরা। সেই সময়েই তাঁদের মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পরিত্যক্ত কারখানার ছাদের একাংশ। শব্দ শুনে শাহিদুরের স্ত্রী-সহ ছুটে আসেন আশপাশের লোকজন।

শুরুতে দু’জনকে উদ্ধার করা না গেলেও বেশ কিছুক্ষন চেষ্টা করার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে তাঁদেরকে উদ্ধার করেন। এরপর গুরুতর অবস্থায় শাহিদুর ও মুজিবুরকে এন আর এসমেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন।

রাতেই এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার আধিকারিকেরা জানান, এই পরিত্যক্ত বাড়িটি আগে রাসায়নিকের কারখানা ছিল। এটি প্রায় ৩০ বছর ধরে বন্ধ রয়েছে। ঘটনার দিন কেন কারখানাটির ভিতরে ঢুকলেন ওই দুই যুবক, তা জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুরসভা জানিয়েছে, ওই কারখানাটি সোমবার থেকে ভাঙা শুরু হবে।