পঞ্চকবির সঙ্গে আধুনিক গান, রবীন্দ্রসদনে এক মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন আমাদের ভালো লাগার গান
A wonderful music program organized at Rabindrasadan is our favorite song

Truth of Bengal: রবীন্দ্রসদনে এক মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাহানা বক্সিও সৌমি ভট্টাচার্য। ভবানীপুর অভিষেক আয়োজিত আমাদের ভালো লাগার গান শীর্ষক অনুষ্ঠনে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, জনপ্রিয়তম শিল্পীও মন্ত্রী ইন্দ্রনীল সেন, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্টরা।
অন্যরকম এই অনুষ্ঠান দর্শকদের মধ্যে সাড়া ফেলে। পঞ্চকবির গানের মতোই আধুনিক গান পরিবেশন করে দর্শকদের মনজয় করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাহানা বক্সি ও সৌমি ভট্টাচার্য। ভবানীপুর অভিষেক আয়োজিত আমাদের ভালো লাগার গান শীর্ষক সেই অন্যরকম আসর কার্যতঃ জমিয়ে দেন দুই নামী শিল্পী। সুরের মাধুর্য আর কণ্ঠের গভীরতা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
রবীন্দ্রসদনের সন্ধ্যাকালীন অনুষ্ঠান দর্শকের দরবারে বিশেষ সাড়া ফেলে। অনন্য আঙ্গিকে এই সুরের আসর মাত করে দেন জনপ্রিয় শিল্পীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয়তম শিল্পী ও মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র পারিষদ রতন দে, রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জয় প্রকাশ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। শিল্পীদের দরদী কণ্ঠের গান সবমহলের শ্রোতাদের প্রশংসা আদায় করে নিয়েছে। এরআগেও সাহানা বক্সি একাধিকবার নানা মঞ্চে সঙ্গীত পরিবেশন করে তারিফ কুড়িয়েছিলেন।