নাগেরবাজারে এসি চালিয়ে, মিষ্টি খেয়ে অভিনব চুরি!
A unique theft occurred in Nagerbazar while the AC was on and sweets were consumed!

Truth Of Bengal: নাগেরবাজারে ঘটে গেল এক অভিনব ও চাঞ্চল্যকর চুরির ঘটনা, যা এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে। দমদমের প্রাইভেট রোডের উপর অবস্থিত এক অভিজাত বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা নগদ ও তিনশো গ্রাম সোনার গয়না লুট করেছে একদল দুষ্কৃতী।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবার কারখানার মালিক বিশ্বজিৎ পাল। জানা গিয়েছে, তিনি এপ্রিল মাসের ২৭ তারিখ স্ত্রী ও পুত্রকে নিয়ে মুম্বইয়ে কর্মরত মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা ছিল। তবে তিনি তাঁর শ্বশুর-শাশুড়িকে বাড়িতে থাকতে বলেছিলেন। দম্পতি যখন বাড়িতে যান, তখন চমকে যান তারা। দেখা যায়, বাড়ির গেট খোলা, ভিতরে ঘরবাড়ি সম্পূর্ণ লন্ডভন্ড। বিছানা, আলমারি তছনছ, টাকার ব্যাগ ও সোনার বাক্স খালি।
খবর দেওয়া হয় বিশ্বজিতের মেয়ে-জামাইকে। বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায়, চোরেরা অত্যন্ত ঠাণ্ডা মাথায় অপারেশন চালিয়েছে। তারা প্রথমে এসি চালায়, তারপর ফ্রিজ খুলে মিষ্টি খায়, এবং ধীরে সুস্থে চুরি সম্পন্ন করে। এই নিখুঁত ও নির্ভুল কার্যকলাপ দেখে সন্দেহ জাগছে—তবে কি চোরেরা আগে থেকেই জানত যে বাড়ির মালিকরা বাইরে গেছেন? কেউ কি ভেতরের খবর দিয়েছিল?
বিশ্বজিৎ পাল জানিয়েছেন, প্রায় ১২ লক্ষ টাকা ও মূল্যবান সোনার গয়না খোয়া গিয়েছে। তিনি বলেন, “চোরেরা আরামের মধ্যে বসে চুরি করেছে। এসি চালিয়ে ঠাণ্ডা ঘরে বসে অপারেশন করেছে।” এখনও পর্যন্ত নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।